
ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দীর্ঘ একযুগ পলাতক থাকা একটি হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম আঃ মালেক রিপন। বুধবার নগরীর আকুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে কালিঝুলি এলাকার আরমান ইসলাম ওরফে সুন্দরী আরমান হত্যা মামলার আসামি।
পুলিশ ও মামলা সুত্রে জানা, গত ৪ ডিসেম্বর ২০১৩ তারিখে নগরীর কাচিঝুলি এলাকার সিদ্দিক মাষ্টার রোডে পূর্বপরিকল্পিতভাবে আঃ মালেক রিপন সহ অন্যান্যরা সুন্দরী আরমান ইসলাম (২৬)-কে হত্যা করে। উক্ত ঘটনায় নিহতের বড় ভাই মোঃ আদনান ইসলাম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা নং-১২, তারিখ-০৪/১২/২০১৩ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৭/৩৪১/৩০২/১০৯/৩৪ পেনাল কোড-১৮৬০ মোতাবেক মামলা দায়ের করেন।
দীর্ঘদিন যাবৎ মামলার অন্যতম আসামি মোঃ আব্দুল মালেক রিপন আত্মগোপনে ছিল। পুলিশ সুপারের নির্দেশনায়, অফিসার ইনচার্জ ডিবি (উত্তর), ময়মনসিংহের তত্ত্বাবধানে এসআই যুবরাজ দাস, এসআই ফিরোজ আলী, এসআই পিন্টু কুমার রায় ও তাদের সঙ্গীয় ফোর্স তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। অভিযানে বুধবার ৫ নভেম্বর আকুয়া এলাকা থেকে পলাতক আসামি মোঃ আব্দুল মালেক রিপনকে একযুগ পর গ্রেফতার করে। তার পিতার নাম মৃত হাফিজ উদ্দিন, সে গোয়াইলকান্দি একাডেমী রোডের (বড়বাড়ী) বাসিন্দা।