ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ ১২ আগষ্ট অভিযানে ০৫ জন গ্রেফতার গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করেছেন।
থানা সুত্এরে জানা যায়, এস আই (নিঃ) শাহমিনহাজ উদ্দিন এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন দিঘারকান্দা ফিসারীর মোড়স্থ ধৃত আসামী মোঃ আরিফ(২৮)এর বাসার নিচতলা হইতে মাদক ব্যবসায়ী মোঃ আরিফ(২৮) কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ১৫(পনের)পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ১.৫(এক দশমিক পাঁচ)গ্রাম উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) হারুনুর রশীদ এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন নিমতলা সাকিনস্থ জনৈক ফারুক(৪৭) মওলানা আব্দুল জব্বার এর সার-বিষের দোকানের সামনে কাঁচা রাস্তার উপর মাদক ব্যবসায়ী নিয়ামত আলী(৫১)কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) রাশেদুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান
পরিচালনা করিয়া অত্র থানাধীন ছোট বাজার এলাকা হইতে চুরি মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে
আলাউদ্দিন(৩৫) ও মোঃ আলামিন(২৫) ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই(নিঃ) মেহেদী হাসান ০১টি জিআর বডি এবং এসআই(নিঃ) আবুল কাশেম ০১টি সিআর বডি তামিল করেন।গ্রেফতারকৃতরা হলেন মোঃ কামাল আহম্মেদ ও শরীফ ওরফে নূরী।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।