1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জে ইউনিয়ন পর্যায়ে বিএনপির কর্মী সম্মেলনের সমাপ্তি, শেষ দিনে জনতার ঢল - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে “ভলান্টিয়ার সতেজকরণ কোর্স ২০২৫” অনুষ্ঠিত ময়মনসিংহে ঘুষ গ্রহনে সমালোচিত এসআই মোস্তাফিজ “সফলতার প্রথম ধাপে” ঈশ্বরগঞ্জে ২০৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো মাজেদ বাবু ফাউন্ডেশন ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্র’তা’র’ণা : ২ নারী আ’ট’ক প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল উলামার বিক্ষোভ ভালুকায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ৮ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ময়মনসিংহের পুলিশ ভুয়া মামলা, ভৌতিক বিল—সবই এক প্রকৌশলীর চক্রান্ত! ত্রিশালে ৫ লক্ষ টাকার হেরোইন ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক পুলিশ কি দোষ করেছে? তারা কি নিজের ইচ্ছায় মাঠে নামে?

ঈশ্বরগঞ্জে ইউনিয়ন পর্যায়ে বিএনপির কর্মী সম্মেলনের সমাপ্তি, শেষ দিনে জনতার ঢল

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

দীর্ঘ এক দশক পর ঈশ্বরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম নতুন করে প্রাণ পায়। এরই ধারাবাহিকতায় ১১টি ইউনিয়নে ধারাবাহিক কর্মী সম্মেলনের শেষ দিনে রাজিবপুরে অনুষ্ঠিত হয় বিএনপির কর্মী সম্মেলন। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সম্মেলনে নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে জনস্রোতের সৃষ্টি হয়।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৫ সালে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের কার্যক্রম চালিয়েছিল উপজেলা বিএনপি। এরপর দীর্ঘ বিরতি কাটিয়ে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে আহ্বায়ক এবং আমিরুল ইসলাম ভূঁইয়া মনিকে সদস্য সচিব করে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি।

কমিটি গঠনের পর থেকেই পুনর্গঠনের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক তৎপরতা শুরু হয়। ঈদুল আযহার পূর্বে ৫টি এবং ঈদের পরবর্তী সময়ে আরও ৫টি ইউনিয়নে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজিবপুর ইউনিয়নের সম্মেলনের মাধ্যমে ১১টি ইউনিয়নের এ কার্যক্রমের সফল সমাপ্তি ঘটে।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি। সম্মেলনে আহ্বায়ক ও সদস্য সচিব পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের নিয়ে ব্যানার-ফেস্টুনসহ বর্ণাঢ্য মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিটন, আতিকুর রাজ্জাক ভূঁইয়া হিরা, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক এ.কে.এম হারুন-অর-রশিদ, আহসান পারভেজ, রুহুল আমিন মাস্টার, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন ভিপি, যুগ্ম আহ্বায়ক শাহজাহান জয়পুরী, আব্দুল্লাহ আল মামুন খোকন, এডভোকেট শাহজাহান কবীর সাজু, শরিফ আবেদীন জায়েদী, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী টিপু, যুবদলের সহ-সভাপতি এডভোকেট এ.এস.এম সারোয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন এবং ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার।

জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নেন ও বক্তব্য দেন। বক্তারা বলেন, তৃণমূলের কর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে ঈশ্বরগঞ্জে বিএনপি সংগঠনগতভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD