ময়মনসিংহ নগরীর আলীয়া মাদ্রাসা রোডের পালপাড়ায় ‘মদিনাতুল কুরআন ওয়াস সুন্নাহ’ নামের একটি মাদ্রাসায়, শিক্ষক আলামিন এর বিরুদ্ধে সম্প্রতি “নেত্রকোনার হুজুর, ময়মনসিংহের শিশু—ধর্মের নামেই তাণ্ডব, কবে হবে বিচার!” সহ বিভিন্ন শিরোনামে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত, সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মদিনাতুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার শিক্ষক আলামিন। প্রতিবাদ লিপিতে তিনি তাঁর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের সকল অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবী জানিয়ে বলেন, একটি স্বার্থান্বেষী মহল তার সামাজিক মর্যাদা নষ্ট করার লক্ষ্যে এসব বানোয়াট ও মিথ্যা তথ্য প্রচার করতে সাংবাদিকদের উৎসাহিত করেছে! তিনি জানান- দীর্ঘদিন ধরে ময়মনসিংহ নগরীর আলীয়া মাদ্রাসা রোডের পালপাড়ায় ‘মদিনাতুল কুরআন ওয়াস সুন্নাহ’ মাদ্রাসায় মোহ তামিম পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি দাবি করেন, চাকরী জীবনে বিভিন্ন জায়গায় সুনামের সহিত দায়িত্ব পালন করেন। তিনি দায়িত্বে থাকা কালীন সময়ে যে সব ছাত্র দের পড়াশোনা করানো হয়েছে,তাদের সবার ই আজ,সামনে উজ্জ্বল ভবিষ্যত। ছাত্রদের ইসলামি শিক্ষায় শিক্ষিত করতে সততা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। তিনি প্রকাশিত সংবাদটির তীব্র প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম গুলোকে ভবিষ্যতে এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করার পাশাপাশি” জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, “সত্যের প্রতি আস্থাশীল থাকুন এবং উদ্দেশ্য প্রণোদিত এসব অপ প্রচারে বিভ্রান্ত না হওয়ারও আহবান জানান।