ময়মনসিংহ, ২২ সেপ্টেম্বর ২০২৫:
ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো “ভলান্টিয়ার সতেজকরণ কোর্স ২০২৫”। দুর্যোগ মোকাবিলা ও জরুরি মুহূর্তে স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি এবং মানবিক সেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী, পিএমএফ, উপপরিচালক (ভারপ্রাপ্ত), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ বিভাগ। তিনি বলেন, “ভলান্টিয়ারদের প্রশিক্ষণ ও মানবিক সেবামূলক কর্মকাণ্ড সমাজের সংকটকালীন সময়ে বিশেষ ভূমিকা রাখে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ রোকনুজ্জামান, বিএমএফ (সেবা), ওয়ার হাউস ইনস্পেক্টর, সহকারী পরিচালকের দপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ। তিনি স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে বলেন, “মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোই প্রকৃত সেবার পরিচয়। ভলান্টিয়াররাই এ দায়িত্ব সঠিকভাবে পালন করতে সক্ষম।”
অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী সুমন ভট্টাচার্য এবং এ জি জাফর।
কোর্সে সক্রিয়ভাবে অংশ নেয় লাল সবুজ সোসাইটি ময়মনসিংহ-এর একটি টিম, যার নেতৃত্ব দেন কো-অর্ডিনেটর সিলমন আহমেদ। টিমের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন শাহাদাত হোসেন আসিফ, মনিরুল ইসলাম, সোহাগ মিয়া, ফারিয়া তমা, নাজনীনসহ মোট ২৮ জন ভলান্টিয়ার।
প্রশিক্ষণ কার্যক্রমে ভলান্টিয়ারদের প্রাথমিক চিকিৎসা, অগ্নি নির্বাপণ কৌশল, জরুরি উদ্ধার, সচেতনতা বৃদ্ধি এবং মানসিক প্রস্তুতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং তাদের স্বেচ্ছাসেবী কাজকে আরও বিস্তৃত করার আহ্বান জানান।