ময়মনসিংহ নগরীর জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে আন্তঃ শ্রেণি ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ডঃ মোঃ হেলাল উদ্দীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ ডঃ এ.কে.এম মাহবুবুর রশীদ গোলাপ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কৃষিবিদ এ.কে.এম আনিছুজ্জামান আনিছের সভাপতিত্বে প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল কুদ্দুছের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ এর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) ডঃ আবু খায়ের মোহাম্মদ কামাল হাসান, প্রধান খামার তত্বাবধায়ক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষিবিদ মোঃ জিয়াউর রহমান রেফি।
এছাড়া আমন্ত্রিত অতিথিবৃন্দরা ছিলেন, মোঃ আলমগীর জলিল রিপন সভাপতি, বিদ্যালয় পরিচালনা কমিটি, শহীদ ক্যাপ্টেন সালাহউদ্দিন উচ্চ বিদ্যালয়, মোঃ দেলোয়ার হোসেন দুলাল আহ্বায়ক, ২৩নং ওয়ার্ড বিএনপি, শফিকুল আলম আহবায়ক ২২ নং ওয়ার্ড বিএনপি, মোঃ শাহজাহান সাজু অভিভাবক সদস্য, আমীর আহমেদ লিটন যুগ্ম সম্পাদক ওয়ার্ড বিএনপি, মোঃ মাইনুল হক সোহেল যুগ্ম সম্পাদক, ২৩ নং ওয়ার্ড বিএনপি, কৃষিবিদ মোহাম্মদ আব্দুর রশিদ, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ আকন্দ সাব্বির।
অনুষ্ঠান পরিচালনা করেন, হাছিনা আক্তার ডেইজী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা)। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন উদয় হাসান।
প্রধান অতিথি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, একই প্রতিষ্ঠানের সহকর্মী বন্ধুদের সাথে আজকের খেলা। সহকর্মী বন্ধুদের প্রতি সহানুভূতি রেখে খেলা চালিয়ে যাওয়ার আহবান জানান। উদ্বোধনী বক্তব্যে কৃষিবিদ ডঃ মোঃ হেলাল উদ্দীন বলেন, ধৈর্য ধারণ করে সুশৃঙ্খলতার সাথে সকলেই খেলা উপভোগ করুন। যাতে এই কুমলমতি খেলোয়াড়েরা শান্তিপূর্ণ পরিবেশে খেলা চালিয়ে যেতে পারেন। দশম শ্রেণীর শিক্ষার্থীরা দুটি দলে বিভক্ত হয়ে খেলায় অংশ গ্রহণ করে। খেলায় ইকনের দল বিজয়ী হয়েছে এবং ডলারের দল বিজীত হয়। রেফারি হিসেবে ছিলেন উদয় হাসান।