
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত।
শুক্রবার (৭ নভেম্বর) বিকালে পৌরসভার সবুজ মেলা মাঠ প্রাঙ্গণে উক্ত আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বিশাল একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এতে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমানের সভাপতিত্বতে প্রধান অতিথি হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয়-১৪৬, ময়মনসিংহ-২ (ফুলপুর- তারাকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক জননেতা জনাব মোতাহার হোসেন তালুকদার। উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মোঃ হেলাল উদ্দিন হেলু সাহেব, পৌর বিএনপি বিপ্লবী সদস্য সচিব জনাব মোঃ মাহবুবুর রহমান মোস্তফা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব মোঃ রোকনুজ্জামান রোকন সাহেব এর সঞ্চালনায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য, ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ এমদাদ হোসেন খান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য, ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কুদরত আলি সাহেব, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ওয়াজেদুল ইসলাম, যুগ্ম আহবায়ক জনাব মোঃ সিরাজুল ইসলাম সাহেব, যুগ্ম আহবায়ক জনাব এনামুল হক বাবুল বিশ্বাস, যুগ্ম আহবায়ক জনাব মোঃ আজাহারুল মোজাহিদ সরকার সাহেব সহ সকল যুগ্ম আহবায়ক বৃন্দ উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন – ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের বিপ্লবী সহ সভাপতি ও ফুলপুর উপজেলা যুব দলের সভাপতি মোঃসানোয়ারহোসেনখান সাহেব উপজেলা যুব দলের সিনিয়র সহ সভাপতি মোঃ মোতালেব হোসেন শহিদ, উপজেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মোশাররফ সোহাগ,, উপজেলা যুব দলের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম সহ ফুলপুর উপজেলা বি,এন,পি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।