
মোহাম্মদপুরে নাশকতা মামলার আসামী ছুতু ময়মনসিংহে আওয়ামীলীগের মিছিলে নেত্রত্ব দিয়ে গ্রেফতার হয়েছে পুলিশের হাতে। সস্থানীয় বিএনপি ও এলাকাবাসীর অভিযোগ গত ১৩ নভেম্বর ছুতুর নেতৃত্বে ময়মনসিংহ শহরের ধোবাখলা মোড় থেকে চরপাড়া যওয়া মিছিলে ছুতু নেতৃত্ব দেন। এ সময় নাশকতা ও আতংক সৃষ্টি করার অভিযোগে তাকে পুলিশ গ্রেফতার করে।
গত ৫ আগষ্ট/ ২০২৪ মোহাম্মদ পুর র্যাব কোয়াটারের সামনে ছাত্রলীগ ও আওয়ামীলীগের সন্ত্রাসী হামলার ঘটনায় মোহাম্মদপুর থানায় দীর্ঘ এক বছর পর গত ৩০ আগষ্ট বিস্ফোরক দ্রব্য আইনসহ আদার সেকশনে ৩ শতাধিক আসামী করে মামলা হয়েছে। এ মামলায় ময়মনসিংহের ৩ জন আসামী হয়েছেন। যার মামলা নং ১০৩।
মামলার বিবরণে জানা যায়, বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলন চলা সময়য়ে মামলায় বর্নিত আসামীরাসহ ও অজ্ঞাতনামা আসামীরা আন্দোলনকারীদের উপর হামলা চালায়, মারধর করে ও বিস্ফোরক বিস্ফোরন ঘটিয়ে আতংক ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। এসময় হামলাকারীরা দেশীয় দাড়ালো অস্ত্র ব্যবহার করে ত্রাসের সৃষ্টি করে। আহত ব্যক্তি দীর্ঘদিন পর মামলাটি দায়ের করেন। এতে ময়মনসিংহ শহরের বাশবাড়ি কলোনী এলাকার সেকান্দর আলীর পুত্র ছুতুল মিয়া(৪৬), আব্দুল মজিদের পুত্র রিদয় (৩২) ও ছুতুল মিয়ার পুত্র মাসুদ (৩০)কে আসামী করা হয়েছে। এসকল আসামীরা ৫ আগষ্ট/২০২৪ এর পূর্ববর্তী সময়ে চাদাবাজী, মাদক ব্যবসা করার আধিপত্য বজায় রাখতে আওয়ামী লীগের বিভিন্ন মিছিল মিটিংয়ে যোগ দেয়ার বহু ঘটনা রয়েছে।