ময়মনসিংহ পাটগুদাম ব্রীজ মোড় পুলিশ বক্সে ২৬ শে নভেম্বর রিজওয়ান জাহান খান রিয়াদকে নির্ন্মমভাবে হত্যা করে দুবৃর্ত্তরা। ২৮ শে নভেম্বর শুক্রবার পাটগুদাম ব্রিজ মোড়ে রিয়াদের বন্ধু স্বজন, বন্ধু, এলাকাবাসী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতেও মানববন্ধন করেছে । সেই সময় কোতোয়ালী পুলিশ ইনচার্জ শিবিরুল ইসলাম গ্রেফতারের জন্য ৪৮ ঘন্টা সময়দেন আসামী গ্রেফতারের জন্য ।
রিয়াদ হত্যার পাঁচ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামী গ্রেফতার না হওয়ায় এরই ধারাবাহিকতায় সোমবার ১ ডিসেম্বর বেলা বারোটায় পাটগুদাম ব্রীজ মোড়ে পুনরায় মানববন্ধন করে রিয়াদের বন্ধু, স্বজন, এলাকাবাসী । দুইঘন্টার এই মানববন্ধন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল সোহরাওয়ার্দী ঘটনাস্থলে এসে আসামীদের গ্রেফতারের আশ্বাস দিলে মানববন্ধন তুলেনেন । এসময় রিজওয়ান জাহান খান রিয়াদের বাবা সাইদুল হক খান কান্নাজড়িত কণ্ঠে অতিরিক্ত পুলিশ সুপারের কাছে বলেন তার ছেলে পুলিশ বক্সে দীর্ঘক্ষন থাকলেও কোন পুলিশ সদস্য এগিয়ে আসেনি তাকে বাঁচাতে, এমন কি হাসপাতালে নিয়েও যায়নি, যদি সময় মতো হাসপাতালে নিয়ে যেতো তাহলে আমার ছেলের মৃত্যু হতো না । স্থানীয়রা আমার ছেলেকে হাসপাতালে নিয়ে যায় এবং কিছুক্ষন পরই ডাক্তার মৃত ঘোষনা করেন। রিয়াদের বাবা তার ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যাবস্থা করার জন্য দাবী জানান।