ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সফল অভিযানে চরপাড়া কপিক্ষেত এলাকায় মারামারির ঘটনায় ০৩ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
গত ০২ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া কপিক্ষেত সাকিনস্থ আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার সামনে কাচা রাস্তার পাশে ফয়সাল আহম্মেদ রিগ্যান (৩০) কে রামদা, দা, চাপাতি, কুড়াল, লোহার রড, বাঁশের লাঠিসোঠাসহ দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়া গুরুতর আঘাত করে। পরবর্তীতে ভিকটিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে ভিকটিম এর অবস্থা গুরুতর দেখিয়া কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিম এর স্ত্রী মোছাঃ ইতি আক্তার বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা নং-১১, তারিখ-০৩/১২/২০২৫ খ্রিঃ, ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬(২) পেনাল কোড-১৮৬০ মোতাবেক মামলা দায়ের করেন। এর পরে ঢাকায় চিকিৎসারত অবস্থায় সে মারা যায়।
পুলিশ সুপার, ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মহোদয়ের নির্দেশনায়, অফিসার ইনচার্জ ডিবি (উত্তর)(দক্ষিণ), ময়মনসিংহের তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করিয়া গত ০৬ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ গভীর রাতে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন বরাইদ এলাকা হতে এজাহার নামীয় ১নং আসামী মোঃ হামিদুর রহমান রিজবী (৩২), পিতা-মোঃ আলী আজগর ওরফে রুস্তম মিয়া, মাতা-মোছাঃ হামিদা বেগম এবং এজাহার নামীয় ০৯নং আসামী কায়েস আহম্মেদ দিগন্ত (২০), পিতা- মোঃ কামরুল ইসলাম, মাতা-কলি আক্তার, উভয় সাং-চরপাড়া কপিক্ষেত, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করিয়া জিজ্ঞাসাবাদ করিয়া অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের জন্য জামালপুর ও শেরপুর জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে পরবর্তীতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ এলাকা হতে বিশেষ কায়দায় এজাহার নামীয় ০২নং আসামী মোঃ সেলিম মিয়া (৩৪), পিতা- মৃত আব্দুল হেকিম, মাতা-রোকিয়া বেগম, সাং-চরপাড়া কপিক্ষেত, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই বিষয়টি নিয়া বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন প্রকার সংবাদ প্রকাশিত হলেও বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় তদন্ত ও অপরাপর আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় আস্থা বৃদ্ধি পেয়েছে।