প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৪:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৯:৩০ পি.এম
চাঞ্চল্যকর দিপু হত্যা মামলার ঃ নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার,আরও এক আসামি গ্রেফতার
চাঞ্চল্যকর দিপু হত্যা মামলার তদন্ত কার্যক্রমে পুলিশ গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহত দিপুর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধারসহ ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত আরও একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, ঘটনার সময় নিহত দিপুর ব্যবহৃত মোবাইল ফোনটি অভিযুক্ত মোঃ এরশাদ (২৭) নিজের হেফাজতে নিয়ে নেয়।পরবর্তীতে প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে ভালুকা থানাধীন ডুবাইল্লাপাড়া (মৃদুলের বাড়ির ভাড়াটিয়া) এলাকা থেকে মোঃ এরশাদ (২৭)কে আটক করা হয় এবং তার হেফাজত হতে নিহত দিপুর ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দতালিকামূলে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম: মোঃ এরশাদ (২৭)পিতা: সাইদুর রহমান মাতা: ফালোনা আক্তার স্থায়ী ঠিকানা গ্রাম–নেহারা জয়পুর,থানা,মোহনগঞ্জ,জেলা–নেত্রকোনা
বর্তমান ঠিকানা: ডুবাইল্লাপাড়া (মৃদুলের বাড়ির ভাড়াটিয়া),ভালুকা,ময়মনসিংহ।
উল্লেখ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি মোঃ এরশাদ ঘটনার সময় সরাসরি উপস্থিত থেকে হত্যাকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে এবং পরবর্তীতে নিহতের মোবাইল ফোনটি নিজের দখলে রাখে।ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
উল্লেখ্য দিপু হত্যাকান্ডের ঘটনায় এ পর্যন্ত মোট ২০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৮ জনকে ইতোমধ্যে বিজ্ঞ আদালত কর্তৃক পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে। উক্ত ১৮ জন আসামীর মধ্যে ১২ জন আসামিকে জিজ্ঞাসাবাদের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে ৫ জন আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
Copyright © 2022 www.mymensingherkhobor.com - All rights reserved.