সাংবাদিক পরিচয়ে এক তরুনীকে উপকারের আশ্বাস দিয়ে পরিচিত হয়ে বিয়ের আশ্বাসে তাকে নিয়ে বাসা ভাড়া করে মাস ব্যাপী ধর্ষন লীলা শুরু করার অভিযোগে জনগনের হাতে ধৃত হলে সাংবাদিক দাবীদার খোরশেদ আলম জীবনকে ভালুকা থানা পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশে অভিযোগের সত্যতা পেয়ে একটি নিয়মিত মামলা রুজু করে তাকে কোর্টে সোপর্দ করে। এ ঘটনা গত ২৩ আগষ্ট ঘটে।
তরুনী ময়মনসিংহ জেলার ভালুকা থানায় হাজির হয়ে অভিযোগে উল্লেখ করেন, ভালুকা থানা এলাকার সাংবাদিক দাবীদার মোঃ খোরশেদ আলম জীবন (৩৮) এর সাথে গাজীপুর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুন্যাল আদালত, একটি মোকাদ্দমার সুত্র ধরে পরিচয় হয়। উক্ত মোকাদ্দমা বিষয় নিয়ে বিবাদী-মোঃ খোরশেদ আলম জীবন এর সাথে আমার পরিচয় হয়। পরিচয়ের সুবাধে খোরশেদ আলম তাকে বিয়ের কথা আশ^াস দিয়ে প্রেম করতে শুরু করে। পরে তরুনীকে নিয়ে ভালুকা থানাধীন ভালুকা পৌরসভার ০৮নং ওয়ার্র্ডে, কাঠালী সাকিনস্থ জনৈক শামছুল আলম, পিতা-মৃত আব্দুল হক ঢালী এর বাসায় গত ০৪ আগষ্ট২০২২ স্বামী-স্ত্রী পরিচয়ে দিয়ে বাসা ভাড়ায় রাখে। তরুনীকে ২৩ আগষ্ট/২২ তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে বিবাহের প্রলোভন দেখাইয়া ধর্ষন করে। পরবর্তীতে খোরশেদকে বিবাহ করার জন্য চাপ প্রযয়োগ করিলে বিভিন্ন ধরনের তালবাহনা শুরু করে। গত ২৩ আগষ্ট তারিখ রাত অনুমান বা ১১.৫৫ ঘটিকার সময় স্থানীয় এলাকার লোকজন বিষয়টি টের পেয়ে ভালুকা থানা পুলিশকে খবর দিলে ভালুকা থানা পুলিশ ঘটনাস্থল হইতে তরুনী এবং খোরশেদ আলমকে পুলিশের হেফাজতে নেয়। এ ব্যপারে ভালুকা থানায় একটি মামলা হয়েছে। পুলিশ আসামীকে আদালতে পাঠিয়েছে।