ময়মনসিংহ সদরের ৩১ নং ওয়ার্ডের জেলখানা চর সড়কের লাখ লাখ টাকার বিভিন্ন প্রজাতির তাজা খাড়া গাছ জনৈক মিঠু ও জালাল শ্রমিক দিয়ে কাটিয়ে নিয়ে গেলেও স্থানীয় ইউপি কাউন্সিলর কোন ব্যবস্থাই নিচ্ছেনা। গত ৩০ আগষ্ট স্বরজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। গাছ খেকোরা প্রচার চালিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়েই লাখ লাখ টাকা মূল্যের গাছ কেঁটে নিয়ে যাচ্ছে।
ময়মনসিংহ সদরের ৩১ নং ওয়ার্ডের জেলখানার চর সিলভার ক্যাসেলের ঘাট পাড় হলেই হোটেল হ্যারিট্যাজ পর্যন্ত রাস্তার দুপাশে প্রতিটি খারা গাছ হাজার হাজার টাকা মূল্যের কয়েক লক্ষ টাকার গাছ মিঠু ও জালাল কাটিয়ে নিয়ে যাচ্ছে।
স্থানীয় লোকজন জানিয়েছে, মিঠু ও জালাল উপস্থিত থেকে লেবার দিয়ে ৩০/৩২ টি গাছ কাটিয়ে নিয়ে যাচ্ছে। প্রতিটি গাছের মূল্য ১০ থেকে ১৫ হাজার টাকা হবে। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার অজ্ঞাত কারনে কোন পদক্ষেপ নিচ্ছেনা। জালালও গাছ কাটার কোন বৈধ অনুমতি দেখাতে পারেনি। সে জানায় মিঠুর কথায় তিনি গাছ কাটিয়ে নিয়ে যাচ্ছেন।