1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে টেলিফোন এক্সচেঞ্জ পরিদর্শন করলেন টেলিযোগাযোগ মন্ত্রী - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন

ময়মনসিংহে টেলিফোন এক্সচেঞ্জ পরিদর্শন করলেন টেলিযোগাযোগ মন্ত্রী

এম এ আজিজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ টেলিফোন এক্সচেঞ্জ (বিসিটিএল’র জিপন সার্ভিস) পরিদর্শন করেন। সিটি কর্পোরেশনের টাউন হল সংলগ্ন বিটিসিএল অফিসের জিপন সার্ভিস কক্ষের কারিগরি কার্যক্রম ঘুরে দেখেন মন্ত্রী।
পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বেসরকারি আইএসপি’র চাইতে কমমূল্যে আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি যেন গ্রাহকরা সহজেই বিটিসিএল’র জিপন সার্ভিস সুবিধা গ্রহণ করতে পারে। যে কারো সাথে প্রতিযোগিতা করে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে সংযোগ দেওয়ার সক্ষমতা আমাদের আছে। তিনি প্রতিটি অফিসের সক্ষমতা অনুযায়ী সংযোগ দেওয়ার নির্দেশ প্রদান করেন। মন্ত্রী আরো বলেন, টিএনটি অপ্রচলিত প্রযুক্তিতে পরিণত হয়েছে। আমরা যেভাবে টেলিফোন দিচ্ছিলাম সেইভাবে টেলিফোন এখন আর ব্যবহৃত হওয়ার নয়। মোবাইলের যুগ আসার পর মানুষ টিএনটি’র ফিক্সফোন ব্যবহার বন্ধ করে দিয়েছে। আমরা সে জায়গায় পরিবর্তন আনার চেষ্টা করছি। আমরা এখন টেলিফোন টু টেলিফোন ভ্যাট-ট্যাক্সসহ মাসিক ১৭৩ টাকা মূল্যে সংযোগ দিচ্ছি, যেখানে যতখুশি কল করা যায়। লাইনে তামার তারের পরিবর্তে জিপন অপটিক্যাল ফাইবার দিয়ে দ্রুতগতিতে ইন্টারনেট সেবা দিচ্ছি যার ফলে সেবার গুণগত মানও সম্প্রসারিত হয়েছে। ডিসেম্বরের মধ্যে টেকনিক্যাল সমস্যাগুলো সমাধান হবে বলেও মন্ত্রী আশ্বস্থ করেন। পরে মন্ত্রী নেত্রকোণার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট (পিটিআই) এর সম্মেলন কক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ডিজিটাল কনটেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। পরিদর্শনের সময় ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তীসহ সরকারি অফিসের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

 

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD