জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
এসআই(নিঃ) আমিনুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ তারিখ রাত ২২.১৫ ঘটিকায় কোতোয়ালী থানাধীন শ্যামপুর থেকে ১১৫ পিস ইয়াবা ট্যাবেলটসহ মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল আকন্দ (৩৪), ও মোঃ শামীম আহম্মেদ (২৭), ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ২ মাদক ব্যবসায়ী গ্রেফতারে বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মাদক মামলা দায়ের করে আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।