প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৮:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২২, ৮:২২ পি.এম
হালুয়াঘাটে ফেন্সিডিল ও মদসহ ময়মনসিংহের ২ যুবক গ্রেফতার
ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় ৩০ বোতল ফেন্সিডিল ও ভারতীয় মদসহ ময়মনসিংহের ২ যুবককে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ।
ময়মনসিংহের হালুয়াঘাটে ত্রিশ বোতল ভারতীয় মদ ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা - মোঃ শাহিনুজ্জামান খানের নেতৃত্বে, এস আই আবুল খায়ের - সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ধোপাগুছিনা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত আসামী ময়মনসিংহের চড়পাড়া বাঘমারা এলাকার মিশুক (৩৬) ও পুরোহিতপাড়া এলাকার হোসাইন মাহমুদ মুন্না (৩২), আটকের সত্যতা নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুজ্জামান খান বলেন, আটক দুই আসামীর বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে এবং আজ সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2022 www.mymensingherkhobor.com - All rights reserved.