ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় আজ মঙ্গলবার থেকে ২ দিনব্যাপি ওয়ার্ড পর্যায়ে স্কুলবহির্ভুত ও স্কুলপর্যায়ে বাদপড়া ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার সকাল ০৯টা থেকে বেলা ০৩ টা পর্যন্ত চলমান থাকবে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ৩৩ টি ওয়ার্ড কার্যালয়ে স্থাপিত বুথে, ০৬ টি ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে বিভিন্ন মাদ্রাসায় এবং তিনটি স্থায়ী কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সার্বিক তত্ত্বাবধানে ওয়ার্ড পর্যায়ে পরিচালিত এ টিকাদান কার্যক্রম আজ সকালে পরিদর্শন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ.কে দেবনাথ।
এ সময় উপস্থিত ছিলেন ১ও ৫নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলরবৃন্দ,জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা ইসলাম লিমা ও খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মচারীবৃন্দ।