ময়মনসিংহ নগরীর পাটগোদাম মদের ডিপো এলাকার জাবেদ ইকবাল বাদল, এর ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার অভিযোগ। অভিযোগে জানা গেছে, প্রতিবেশী বিবাদী সিনবাদ ( ২৮),রানা মিয়া, ও সাবিনা আক্তার গংরা গত ২৩/৯/২২ সন্ধা ৬ টায় পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। এসময় প্রতিবেশী ভাতিজা সাজ্জাদ মারামারি বন্ধ করতে এগিয়ে আসলে তার ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে বিবাদীরা। এমনকি জাবেদ ইকবাল বাদল এর মা নাহিদা খাতুন, ও স্ত্রী সোনিয়া আক্তারও বাদ যায়নি তাদের ওপরও হামলা হয়েছে, এসময় সোনিয়ার গলায় থাকা ৮০ হাজার টাকা মূল্যের চেইন চিনিয়ে নেয় বিবাদীরা। তবে বিবাদীরা হামলা চালাতে গিয়ে নিজেরাও আহত হয়েছে এবং থানায় পাল্টা অভিযোগ দিয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহ কামাল আকন্দ জানান দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।