বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর নবাগতা সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত চৌধুরী আজ (৩ অক্টোবর ২০২২) বিকালে পুনাক কার্যালয়ে তাঁর দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক বিশেষ সভায় সভাপতিত্ব করেন।
সভার শুরুতেই তিনি এ দায়িত্ব পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি পুনাকের সকল সদস্যকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং দায়িত্ব পালনকালে সবার সহযোগিতা কামনা করেন। পুনাকের চলমান কার্যক্রম এবং দুঃস্থ মানবতার কল্যাণে বিশেষ কার্যক্রমকে আরও এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন পুনাক সভানেত্রী। এ লক্ষ্যে তিনি সকলকে নতুন উদ্যমে কাজ করার অনুরোধ জানান।