প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২২, ৬:০১ পি.এম
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার সাত
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় সাতজনকে গ্রেফতার করে পুলিশ।
এর মাঝে এসআই দেবাশীষ সাহার নেতৃত্বে একটি টীম আকুয়া খালপাড় এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ সোহাগ, হেলাল ও সেতু মিয়াকে গ্রেফতার করে। এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টীম চরপাড়া এলাকা থেকে চুরি মামলার আসামী মফিদুল ইসলাম, এএসআই সাইফুল ইসলাম- এর নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় থেকে অন্যান্য মামলার আসামী মোঃ রুবেল হোসেনকে গ্রেফতার করে।
এছাড়া এএসআই রফিকুল ইসলাম, ও জহিরুল ইসলাম পৃথক অভিযানে চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত আরো দুই পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, কৃষ্টপুর দক্ষিনপাড়ার বুলু কালিঝুলি ইটাখোলা রোড রেলক্রসিংয়ের মোঃ মোবারক হোসেন অন্তর। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Copyright © 2022 www.mymensingherkhobor.com - All rights reserved.