নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অভিযানে ৪০,৭৪,৫০০ /- টাকা মুল্যের বিপুল পরিমান ভারতীয় মদসহ ট্রাক জব্দ করেছে।
২২ নভেম্বর ২০২২ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সীমান্ত মেইন পিলার ১১৬১ হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকার রাস্তার উপর বালুবাহী ট্রাকের মধ্যে চোরাকারবারী কর্তৃক অবৈধ পণ্য রাখার পর এসব পণ্যের উপর বালী ভর্তি করা হবে। উক্ত সংবাদের ভিত্তিতে ০৪০০ ঘটিকায় নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর নলুয়াপাড়া বিওপির একটি টহল দল বর্ণিত এলাকায় উপস্থিত হলে রাস্তার পার্শ্বে দাঁড়ানো অবস্থায় ০১টি ট্রাক দেখতে পায়। বিজিবি সদস্যদের দেখতে পেয়ে ট্রাকের ড্রাইভার, হেলপারসহ অন্যান্য ব্যক্তিরা ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশী করে ৩৮৩ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ পাওয়া যায়। ভারতীয় মদসহ ট্রাকের সিজার মূল্য- ৪০,৭৪,৫০০ /- (চল্লিশ লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশত) টাকা। জব্দকৃত মালামাল নেত্রকোনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।