ময়মনসিংহ ধোবাউড়ায় নবাগত জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান এবং উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান প্রধানগণদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২২ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, জেলা পরিষদ সদস্য জালাল উদ্দীন সোহাগ, ভাইস চেয়ারম্যান আবুল ফজল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, সহকারীকমিশনার(ভূমি) ফাতেমা জান্নাত ।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, অধ্যক্ষ হেলাল উদ্দিন, অফিসার ইনচার্জ টিপু সুলতান, ট্রাইবাল ওয়েলফার এসোসিয়েশন চেয়ারম্যান এডুওয়ার্ড নাফাক, কৃষকলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান ইমান,ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,হারুন অর রশিদ,মঞ্জুরুল হক, বাঘবেড় ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার মামুন সহ ইউপি সচিব মোহাম্মদ মতিউর রহমান প্রমূখ।