গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৩ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
এসআই(নিঃ) কামরুল হাসান এর নেতৃত্ত্বে একটি টীম অভিযান করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাটগুদাম দুলদুল ক্যাম্প এলাকা হইতে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ টিপু (২৫), পিতামৃত-বাকের, মাতা-মিনু বেগম, সাং-কেওয়াটখালী রেলকলোনী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এএসআই(নিঃ) হযরত আলী, নূরে আলম থানা এলাকায় অভিযান করিয়া ০২টি সিআর সাজা গ্রেফতারী পরোয়ানা তামিল করেন।
সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ০২ জন।
মোঃ রিয়াজ উদ্দিন, পিতামৃত-আনোয়ার আলী, সাং-টি ৩৪ কেওয়াটখালী রেলওয়ে কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রহিয়াছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।