৩০ শে ডিসেম্বর শুক্রবার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার চর ইশ্বরদিয়া ইউনিয়নের চরলক্ষীপুরের মুন্না সরকারের বাড়ীতে বিনামুল্যে শিশু স্বাস্হ্য পরামর্শ কেন্দ্র উদ্ধোধন করেন স্বাচীপের সাবেক মহাসচিব, বিএমডিসি চেয়ারম্যান অধ্যাপক ডা: এম এ আজিজ ।
এ সময় তিনি দিলরুবা (৪০) নামে একজন মহিলা রোগীর চোখ দেখে তার চিকিৎসাদেন।
পরামর্শ কেন্দ্রে প্রতিমাসের শেষ সপ্তাহের শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পযন্ত রোগীদের চিকিৎসাদেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সহকারী অধ্যাপক শিশু সার্জারী ডা: মো: সামিউল হাসান।
উদ্ধোধনের সময় উপস্হিত ছিলেন বিএমএ সাধারন সম্পাদক ডা:হোসাইন গোলন্দাজ তারা, ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্মআহবায়ক এইচ এম ফারুক, এস কে শান্ত, রাজিব সরকার, নিয়ামত উল্লাহ, সাব্বির, টুটুল, সমীর, স্বপন, এলাকার গর্নমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।