০৭ জানুয়ারি ২০২৩ তারিখ বর্ডার গার্ড বাংলাদেশ এর মাননীয় মহাপরিচালক, মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, বিজিবিএম, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) পরিদর্শন উপলক্ষে আগমন করেন। পরিদর্শনকালীন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় নেত্রকোণা জেলার পৌর এলাকায় পারলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অদ্য ১৫০০ ঘটিকায় মাননীয় মহাপরিচালক মহোদয় শীতের তীব্রতায় কষ্টে থাকা সুবিধা বঞ্চিত, দুঃস্থ ও হতদরিদ্র ৫০০ জন স্থানীয় জনসাধরণদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এ এম এম খায়রুল কবীর, বিজিবিএম, বিজিবিএমএস, পিএসসি, অতিরিক্ত মহাপরিচালক, অপারেশন ও প্রশিক্ষণ শাখা, ঢাকা, কর্ণেল মোঃ মাহমুদুর রহমান, পিএসসি, উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, ময়মনসিংহ, লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, পিএসসি, অধিনায়ক, নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি), পরিচালক, বর্ডার সিকিউরিটি ব্যুরো (বিএসবি) সহ আরও অন্যান্য ষ্টাফ অফিসার, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।