1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
দুর্গাপুর স্বতন্ত্র প্রার্থীর প্রচারযন্ত্র ভাঙচুর, মারধরের অভিযোগ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
 শিক্ষার্থীরা কীভাবে ফল জানতে পারবেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে  গ্রেফতার ৪ ময়মনসিংহে প্রকাশ্য দিবালোকে সাংবাদিক স্বপন ভদ্রকে কুপিয়ে হত্যাঃ গ্রেফতার ১ ময়মনসিংহে পূজা মন্ডপ পরিদর্শন করেন -জনপ্রশাসন সচিব মাদক ব্যবসায়ী ও তাদের গড ফাদারের হাতে খুন হন স্বপন ভদ্র হালুয়াঘাট ও ধোবাউড়ায় ৯ টি ইউনিয়নে সেনাবাহিনীর ত্রান বিতরন হযরত আয়েত আলী শাহ (রঃ) মাঝারের দানের টাকা নিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা ময়মনসিংহ পুলিশ সুপার বন‍্যাদুর্গত বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন ভারতীয় কম্বলসহ ময়মনসিংহ ডিবি’র হাতে গ্রেফতার ৩

দুর্গাপুর স্বতন্ত্র প্রার্থীর প্রচারযন্ত্র ভাঙচুর, মারধরের অভিযোগ

মোঃ আলী সোবান, নেত্রকোনা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১০৬ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর প্রচারযন্ত্র ভাংচুরের অভিযোগ ওঠেছে। এ ছাড়া পোস্টার ও ব্যানার লাগানোতে, প্রচারে বাঁধা দেওয়াসহ এলাকায় গণসংযোগ কারীদেরকে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী শুভেন্দু সরকার পিন্টু। তার নির্বাচনী প্রতীক নারিকেল গাছ। তিনি রোববার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন। দুর্গাপুর উপজেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নেত্রকোনার দুর্গাপুর পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ জানুয়ারি। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র মো. আবদুস ছালাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু (নারিকেল গাছ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুহাম্মদ আবদুল মান্নান (হাতপাখা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী করছেন। পৌরসভায় ভোটার ২০ হাজার ৭৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০,০৬৬ ও নারী ভোটার ১০,৭১৫ জন। স্বতন্ত্র প্রার্থী দুর্গাপুর পৌর সভার সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টুর সমর্থকদদের নানাভাবে ভয়ভীতি ও হুমককি প্রদান করছে এলাকায় অপরিচিত কিছু লোক। শনিবার তার এক সমর্থককে মারধর করেছে দুর্বৃত্তরা।স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু বলেন, ‘শুরু থেকেই আমার কর্মীদের পোস্টার ও ব্যানার লাগানোতে বাঁধা, মাইকিং প্রচারে বাঁধা দেওয়াসহ এলাকায় গণসংযোগ কারীদেরকে অপরিচিত লোক দ্বারা বাঁধা প্রদান করে আসছে। শনিবার সন্ধ্যায় আমার পক্ষে মাইকিং প্রচার চলাকালীন সময়ে, রিকশাচালক মো. সিদ্দিক মিয়াকে অপরিচিত কয়েকজন লোক মটরসাইকেলে করে এসে ব্যাপক মারধর করে। হামলাকারীরা রিকশা ও প্রচারের মাইক ভাঙচুর করেছে। বর্তমানে আমি ও আমার সমর্থকরা ব্যপক নিরাপত্তাহীনতায় ভুগছি।’ দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম বলেন এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নেত্রকোনা জেলা নির্বাচন অফিসার মো. আবদুল লতিফ শেখ বলেন, আগামী ১২ জানুয়ারী দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচন। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ট করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য যে, গত বছরের ১৯ অক্টোবর দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিন আলাল মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়। নিয়মানুযায়ী আগামী ১২ জানুয়ারি শূন্য পদে উপ-নির্বাচন ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD