ময়মনসিংহের ফুলপুরে নব-নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার এম, সাজ্জাদুল হাসানের সাথে (১১ জানুয়ারি) বুধবার ফুলপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন, ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন (দৈনিক যুগান্তর), সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন (ভোরের ডাক), সহ-সভাপতি ক্বারী সুলতান আহম্মদ (দৈনিক জাহান), যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক (স্বদেশ সংবাদ), শাহ্ নাফিউল্লাহ সৈকত (যায়যায় দিন), মিজানুর রহমান আকন্দ (আমার সংবাদ/ দি মুসলিম টাইমস্), মোঃ নজরুল ইসলাম ফকির (দেশের খবর), আজাহারুল ইসলাম (দেশেরপত্র), মোখছেদুল হক দুলাল (আলোকিত বাংলাদেশ), আবু রায়হান (ভোরের কাগজ), সেলিম রানা (প্রতিদিনের সংবাদ), বাহার উদ্দিন (সময় সংবাদ), মফিদুল ইসলাম (মুক্ত খবর), আব্দুর রহমান রনি (সাপ্তাহিক ফুলতারা), তপু রায়হান রাব্বি (আজকের সংবাদ), উজ্জল চৌধুরী (দৈনিক সুবর্ণ বাংলা), নূর হোসেন খান (শীর্ষ খবর), জুয়েল রানা (দৈনিক মুক্তালোক), বিল্লাল হোসেন (বাংলার দর্পণ), শাফায়েত উল্লাহ শান্ত (সাপ্তাহিক ফুলতারা), আবুল মুনসুর (সাঃ পরিধি) প্রমুখ। মতবিনিময় সভা শেষে নব-নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।