ধোবাউড়ায় গোয়াতলা ইউনিয়নে হরিপুর, মাটিখলা ও ঘোঁষগাও ইউনিয়নে বালিগাঁও গ্রামে এইচবিবিকরন রাস্তা করে দিচ্ছেন সাংসদ জুয়েল আরেং।
ধোবাউড়ায় আজ বৃহস্পতিবার সকালে হেরিং বন্ড রাস্তার কাজের উদ্বোধন করেন ধোবাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম। এসময় সঙ্গে ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন, ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার টুটন, ঘোষগাঁও ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ এবং স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রাস্তা নির্মাণ করে দেওয়ায় এলাকাবাসী সাংসদ জুয়েল আরেং ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম এর প্রশংসা করে ধন্যবাদ জানান।