নেত্রকোনার কলমাকান্দায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এপি’র শিশু ফোরামের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন ডেপুটি ডিরেক্টর আরবান ও রুরাল ক্লাস্টার মঞ্জু মারিয়া পালমা।
বুধবার দুপুরে পরিদর্শন শেষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এপি’র ম্যানেজার পরিতোষ রেমার সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন ফিল্ড পিপলস এন্ড কালচার বিজনেস পার্টনার স্মুর্না আঁখি কগচি, সিনিয়র ম্যানাজার এসিও প্রশান্ত নাফাক। এছাড়াও গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ফোরাম অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, নারী নেত্রী, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন পেশার লোকজন অংশ গ্রহণ করেন।