ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া গত ২৪ ঘন্টায় ১৫ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, এসআই(নিঃ) টিটু সরকার এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বেগুন বাড়ী বাজার হইতে মারামারি মামলার আসামী মোঃ সাজ্জাদ হোসাইন শিবলু (২৩)কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) তাইজুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন অত্র থানাধীন চুরখাই আসামীর নিজ সাকিনস্থ এলাকা হতে মারামারি মামলার আসামী মোঃ গেদু মিয়া (৬০)কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ)মাসুদ জামালী এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া য়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা বাইপাস সাকিনস্থ ভাই ভাই ফল ভান্ডারের সামনে পাকা রাস্তার উপর হইতে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ ফয়েজ উদ্দিন (৩৪), মোঃ আলাউদ্দিন গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে (১) একটি সুইচ গিয়ার চাকু, যাহা বন্ধ অবস্থায় অনুমান ৫.৫ ইঞ্চি, খোলা অবস্থায় দৈর্ঘ্য অনুমান ১০ ইঞ্চি, চাকুটির একপাশ ধারালো এবং হাতলের একপাশে কাঠের স্লট সংযুক্ত। উদ্ধারকৃত সুইচ গিয়ারটির সুইচ নষ্ট, বাট নড়বড়ে। সুইচ গিয়ারটি স্টীলের তৈরী এবং ধারালো অংশের উপরে ইংরেজীতে সষয়িভধ লেখা খোদাই করা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ)উমর ফারুক এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন টাউনহল মোড় এলাকা হইতে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোশারফ হোসেন কানন (২৫)কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ)কামরুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম সাকিনস্থ হাজী কাশেম আলী কলেজের মাঠে হইত জুয়া আইনের আসামী রায়হান (২৮) মুন্না (৩৭) শাকিল (২৮) চান রসুল (৩৭) আজাদ (৩৮) মোঃ মিঠুন (৩২)দেরকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ)মনিতোষ মজুমদার এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন শম্ভুগঞ্জ মোড়ে সরকারী পাকা রাস্তার উপর হইতে মোঃ কুদ্দুস (৫২) মিরাজ আলী (৪০)দ্বয়কে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই(নিঃ) রাশেদুল ইসলাম থানা এলাকায় অভিযান করিয়া ০২টি জিআর বডি তামিল করেন। তারা হলেন মোঃ মিন্টু মিয়া ও আলাউদ্দিন।
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে ওয়ারেন্ট/মামলা রহিয়াছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।