এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছে জিহাদ। জিহাদকে গত ২ ফ্রেব্রুয়ারি সন্ত্রাসীরা ময়মনসিংহ শহরের নাসিরাবাদ কলেজের মাঠের পাশে পথরোধে আটক করে নির্মমভাবে অমানুষিক নির্যাতন করে। পরে অসুস্থ জিহাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সুত্র জানায় গত ২ ফেব্রুয়ারি মো: জিহাদ (২২) পিতা-আ: জব্বার, সাং- আকুয়া ভাঙ্গাপুল, থানা-কোতোয়ালী ময়মনসিংহ কাচারী থেকে বাসায় ফিরার পথে মাহমুদের ভাগিনাকে সন্ত্রাসী লাবু, সাদ্দাম, শুভ, আশিক, মইন, বাবু সহ অজ্ঞাত নামা আরো অনেকে (এরা সবাই নুর উদ্দিনের গ্রুপের) সদস্যরা লাঠি, পাইপ দিয়ে ভাঙ্গাপুল ভুইরার মাঠে মাইরধর করলে গুরুতর অসুস্থ অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। উক্ত ঘটনায় কোতোয়ালি থানায় মামলা নং ৮(২)২৩ রুজু হয় । একজন আসামীসহ আরো দুজন আজ গ্রেফতার হয়।
জিহাদের বোন আখি হাসপাতালে নিয়ে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় অদ্য ইং ১০/০২/২৩ তারিখ ভোর ০৫.৩০ ঘটিকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আই সি ইউ তে মৃত্যু বরন করেন।