স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভুঞা’র নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত এবং সাজাপ্রাপ্তদের গ্রেফতারের মাধ্যমে চলমান মামলার কার্যক্রম দ্রুততম সময়ে নিস্পত্তি করতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে সানকিপাড়া সেনানিবাস গেইটের সামনে থেকে মাদক মামলার আসামী শাহাদত হোসেন সাগরকে ২০ পিস ইয়াবাসহ, এসআই আনোয়ার হোসেন-২ এর নেতৃত্বে একটি টীম চরপাড়া এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ আকাশ মিয়া, এএসআই ভোলানাথ সাহার নেতৃত্বে একটি টীম বাউন্ডারী রোড রেললাইন সংলগ্ন এলকা থেকে অন্যান্য মামলার আসামী বিপ্লব ওরফে তোতলা বিপ্লবকে গ্রেফতার করে।
এছাড়া এএসআই মাহমুদুল হাসান, এসআই রাশেদুল ইসলাম, এএসআই সুজন চন্দ্র সাহা, মাহমুদুল হাসান পৃথক অভিযান পরিচালনা সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ আরো চারজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ আলামিন বাবু, মোঃ মোহন, সাইফুল ইসলাম ও ফরহাদ। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।