জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য বেগম রওশন এরশাদের ব্যক্তিগত সচিব (পিএস) মো: মামুন হাসানের পিতা আলহাজ্ব মো: মতিউর রহমান সরকার মৃত্যুবরণ করেছেন (ইন্নাল্লিাহি ওয়া…….রাজিউন)।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছেন মরহুমের ছেলে মামুন হাসান।
তিনি জানান, কিছুদিন থেকে আমার পিতা হৃদরোগে ভুগছিলেন। অবশেষে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাওড়া গ্রামের ঈদগাহ মাঠে তাঁর জানাযা শেষে মধ্যপাড়া কবরস্থানে দাফন করা হবে। এ সময় তিনি তাঁর পিতার রুহের মাগফেরাত কামনায় দেশবাসির কাছে দোয়া কামনা করেন।
এক বিবৃতিতে জেলা জাপার নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।