স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে সুশৃঙ্খল পরিবেশে আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্কিট হাউজ ময়দানের সমাবেশে যোগদান করবেন। ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের গৌরব রয়েছে। তাই গৌরব ধরে রাখতে বিপুল সংখ্যক লোকজন ও নেতাকর্মীদের নিয়ে সমাবেশে যোগ দিতে। আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ বিভাগীয় আওয়ামী লীগের সমাবেশে আগমন উপলক্ষে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেছেন, আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ বিভাগীয় আওয়ামী লীগের সমাবেশে আগমন উপলক্ষে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ সকল প্রস্তুতি নিয়েছে। সমাবেশকে সফল করতে ফুলবাড়িয়া আওয়ামী লীগ সবচেয়ে বড় ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে আগমনকে সফল করতে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভায় শনিবার সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এডভোকেট ইমদাদুল হক সেলিম আরো বলেন, ফুলবাড়িয়া আওযামী লীগ এক ও অভিন্নভাবে এই সমাবেশে যোগ দেবে। ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, তাতীলীগ, স্বেচ্চাসেবকলীগ, শ্রমিকলীগ, যুব মহিলা লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আওযামী লীগের পতাকা তলে একসাথে এক সময়ে সমাবেশে যাওয়ার আহবান জানান। কেউ বা কোন সংগঠন যাতে খন্ড খন্ড বা আলাদা ব্যানার বা ফেস্টুন নিয়ে সমাবেশে না যান এ আহবান জানিয়ে তিনি আরো বলেন, ব্যানার বা ফেস্টুনে শুধু জাতির পিতা এবং প্রধানমন্ত্রীর ছবি থাকবে। ব্যানার বা ফেস্টুনটি সুসংগঠিত ফুলবাড়িয়া উপজেলা আওযামী লীগের পক্ষ থেকে থাকবে। আমাদেরকে আপনারা ভালোবাসেন, চিনেন এবং আমাদেরকে অনুসরণ করেন এতেই আমরা খুশি। ব্যানার বা ফেস্টুনে আমাদের কোনো ছবি দরকার নেই। সবশেষে তিনি প্রতিটি ইউনিয়ন থেকে সমাবেশে যোগ দিতে নেতাকর্মীদের চলাচলের সুবিধার্থে যানবাহন দেওয়ার অঙ্গিকার করে বলেন, প্রতিটি ইউনিয়নের নির্ধারিত স্থানে গাড়ি থাকবে, ইউনিয়নের দায়িত্বরত নেতৃবৃন্দ সময় বলে দিবেন, ঐ সময়ের মধ্যে৷ নেতাকর্মীদের বহন করে গাড়িগুলো উপজেলা সদরে এসে পৌছলে আমরা শৃঙ্খলার সাথে একযোগে সমাবেশের উদ্দেশ্যে রওনা দিব।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় এছাড়া বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, জেলা আওয়ামী লীগ নেতা রতন দত্ত, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুর রাজ্জাক, সহ সভাপতি এডভোকেট শামছুল হুদা, সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, ময়েজ উদ্দিন তরফদার, ডাঃ তোফাজ্জল হোসেন, অধ্যাপক আবুল হোসেন,, এডভোকেট আবুল কাশেম মুছা, মমিনুর রহমান হযরত, শামছুল হক চেয়ারম্যান,
উপদেষ্টা পরিষদের সদস্য কৃষিবিদ মোঃ আব্দুল খালেক, কাজি তোফাজ্জল হোসেন দুদু মাস্টার, হাবিবুর রহমান চানু, ডাঃ মিজানুর রহমান, জালাল উদ্দীন সরকার, মুক্তিযোদ্ধা সুকুমার চক্রবর্তী, আব্দুল কাদের মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাউসার মিলন, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, দেওখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন নীশি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সহ উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাতীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।