প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৫, ৫:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৩, ৯:৩৮ পি.এম
মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করলেন কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দ
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ ক্যান্টনমেন্ট রোডে প্রাপ্তি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। এ সময় মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন মাদকাসক্তদের সার্বিক খোঁজ খবর নেন। এ সময় মাদকের উৎস সহ মাদক ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য জিজ্ঞাসাবাদ করেন। মাদকসেবীদের মাদকের কুফল সম্পর্কে আলোচনা সহ চিকিৎসা শেষে সুস্থ্য, সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান। এ ছাড়াও নিরাময় কেন্দ্রের তৌহিদ ফেরদৌস শাওন (২৬), রাশেদুল হক জয় (২৪), নিন্টু পাল (৪৮) গন মাদকাসক্ত থাকা অবস্থায়, মাদক নিরাময় কেন্দ্র থেকে সেবা গ্রহন করে বর্তমানে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন সহ আর্থিক সহায়তা প্রদান করেন এবং নিরাময় কেন্দ্রে অফিস সহকারী হিসেবে চাকুরীর ব্যবস্থার মাধ্যমে পূনর্বাসিত করা হয়।
Copyright © 2022 www.mymensingherkhobor.com - All rights reserved.