প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৩, ১১:৩৪ পি.এম
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বর্গাচাষির পাকা ধান কেটে দিলেন
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। বঙ্গবন্ধুকন্যা, কৃষিবান্ধব প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর আহ্বান এবং দিকনির্দেশনায় ময়মনসিংহে অসহায় বর্গা চাষির পাকা ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। ময়মনসিংহ সদর উপজেলার বর্গাচাষী আব্দুল মোতালেব মিয়ার ৫০ শতাংশ জমির পেকে যায়। এদিকে একযুগে কৃষক সমাজের ধান পেকে যাওয়ায় শ্রমিক সংকটে পড়ে বর্গাচাষি ও নিম্ন বৃত্ত কৃষকরা। সদর উপজেলার এক বর্গাচাষি কৃষকের ৫০ শতক জমির ধান পেকে মারাই উপযোগী হওয়ায় শ্রমিক সংকট মারাত্মক আকার দেখা দেয়। এ অবস্থায় বর্গাচাষির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেয় ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীবৃন্দ। বৃহস্পতিবার নেতাকর্মীরা ঐ বর্গাচাষির পাকা ধান কেটে দেয়।

ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সহ-সভাপতি উত্তম চক্রবর্তী রকেট, জেলা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমেল ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজীবুল বিপ্লবের নেতৃত্বে উক্ত ধান কাটা কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী, বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী, চর নীলক্ষিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি -সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতাকর্মীরা ঐ বর্গাচাষি পাকা ধান কেটে নিজেরাই ধানের আটি মাথায় বহন করে বাড়ি পৌঁছে দেন। অসহায় নিম্ন আয়ের বর্গাচাষি কৃষক যিনি অর্থাভাবে শ্রমিক না পেয়ে পাকা ধান কাটতে পারছিলনা। সেই কৃষকের পাকা ধান বিনামুল্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নেতাকর্মীরা কেটে দেয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সাথে ঐ কৃষক সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেন।
Copyright © 2022 www.mymensingherkhobor.com - All rights reserved.