প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৩, ৩:২৩ পি.এম
ময়মনসিংহে ভূমিদস্যু অত্যাচার থেকে রেহাই ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহের ভালুকায় মনিরুজ্জামান ওরফে বনখেকো মনির ওরফে জঙ্গলি মনির কর্তৃক ভুমি মালিকদের নিজ বাড়িতে প্রবেশের রাস্তা বন্ধ, হত্যার হুমকি সহ অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী কয়েক পরিবার। রবিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, ভালুকার পাড়াগাও গ্রামের মোঃ শফিকুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত আমার বসত ভিটায় দীর্ঘদিন যাবত শান্তিপূর্ন ভাবে বসবাস করে আসছি। গত ৪ মে সকাল আনুমানিক ৯ টারদিকে হবিরবাড়ি বারশ্রী গ্রামের ভূমি দস্যু মনিরুজ্জামান ওরফে বনখেকো মনির ওরফে জঙ্গলি মনির আমার বসত ভিটা অবৈধভাবে দখল করার উদ্দেশ্যে কয়েকশত সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র সহকারে উপস্থিত হয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। এক পর্যায়ে আমার বাড়ী থেকে বের হওয়ার রাস্তায় ওয়াল নির্মাণ করে রাস্তা বন্ধ করে দেয়। তারা অদ্যাবদী আমার বাড়ির চতুরদিকে অবস্থান করে আমাকে এবং আমার পরিবারের সদস্যদেরকে বাড়ী থেকে বের হলে জীবনে মেরে ফেলবে বলে হুমকী প্রদান করছে। একইসাথে চক্রটি আমার বাড়ীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। বেপরোয়া চক্রটি আমার 'মা, স্ত্রী ও বাড়ীতে বসবাসরত অন্য নারীদের যৌন হয়রানী এবং অশালীন অঙ্গভঙ্গি ও গালাগাল করছে। চক্রটি আমার বাড়ির উঠানে মল ত্যাগ সহ সারা রাত ব্যাপী উচ্চসরে গান বাজনা থেকে শুরু করে আমাকে বাড়ী থেকে স্বপরিবারে কৌশলে উচ্ছেদের চেষ্টা করছে। তিনি আরো বলেন, চক্রটি আমার বাড়ির ছাগলের খামার থেকে দুটি খাসি জোর করে নিয়ে যায়। বর্তমানে তারা আমার গরুর খামারের গরু নিয়ে যাওয়ার পায়তারা করছে। চক্রটি আমার বাড়ির বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করায় মটরের সাহায্যে পানি উঠাতে না পারায় গবাদি পশু থেকে শুরু করে আমার পরিবার নিয়ে মারাত্বক পানি সংকটে নানা সমস্যায় রয়েছি। শুধু তাই নয় চক্রটি আমার পৈত্রিক বাড়িতে আমাদের কাউকে প্রবেশ করতে দিচ্ছে না এবং বের হতেও দিচ্ছে না। থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। আমার দুগ্ধ জাত শিশু বাচ্চা, চার সন্তান, মা, বোন, স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে আমরা মানবেতর জীবন যাপন করছি। এ ভুক্তভোগী নুর মোহাম্মদ সিদ্দিকী, নাইম সরকার, হাসমত আলী, আব্দুর রউফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় নাইম সরকার বলেন, আমাদের দুই একর জমি মনির জবর দখল করে নিয়েছে। তারা সাংবাদিকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। এ ব্যাপারে মনিরুজ্জামানের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তিনি মোবাইল রিসিভ করেননি।
Copyright © 2022 www.mymensingherkhobor.com - All rights reserved.