একে একে মারা গেলেন সবাই। বাবা, মা, এক বোন সড়ক দুর্ঘটনায় মারা গেলেন। অলৌকিকভাবে পেট ফেটে বেরিয়ে আসে বাচ্চা। আল্লাহ বাচিয়ে রাখলেন নবজাতককে। দুর্ঘটনার সময় গর্ভপাত হয় বাচ্চাটির। বর্তমানে ময়মনসিংহ সিবিএমবি হাসপাতালে ভর্তি আছে। ডান হাতটি আঘাতপ্রাপ্ত হয়েছে তার। তবে, অনেকটাই সুস্থ আছেন বলে জানান ডাক্তাররা। আজ দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপা দিলে মারা যান একেই পরিবারের তিনজন। প্রাণে বাঁচলো নবজাতক মেয়েটি।