
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে পৃথকভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে অপরাধ নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ ঈদ মার্কেটে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের নিরাপত্তা নিশ্চিতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই হিসেবে গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মাঝে এসআই রিফাত আল আফসানীর নেতৃত্বে একটি টীম একাডেমি রোড থেকে মাদক ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দীনকে ৪০ পিস নেশাজাতীয় ইনজেকশন সহ গ্রেফতার করে। এসআই তানভীর আহমেদ ছিদ্দীকী সংগীয় ফোর্সসহ জিরো পয়েন্ট মোড় থেকে নিয়মিত মামলার আসামী মোঃ রনি মিয়া ওরফে রনি, এসআই তাইজুল ইসলাম সংগীয় ফোর্সসহ নেহালিয়া কান্দা থেকে নিয়মিত মামলার আসামী সাহেদ আলী ওরফে সাহেদ উল্লাহ,
এএসআই সুজন চন্দ্র সাহা সংগীয় ফোর্স সহ জিরো পয়েন্ট সংলগ্ন বুড়া পীরের মাজারের সামনে থেকে অন্যান্য মামলার আসামী মাসুদুর রহমানকে গ্রেফতার করে।
এছাড়া এসআই এসএম নুরমোহাম্মদ অভিযান করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ কামরুজ্জামান ওরফে জামানকে গ্রেফতার করে। সে উত্তর দাপুনিয়া চকপাড়ার মজিবর রহমানের ছেলে।অপরদিকে এসআই ত্রিদীপ কুমার বীর ও আল মামুন পরোয়ানা ভুক্ত আরো দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ কামরুজ্জামান ওরফে জামান ও এমদাদুল হক। এদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানিয়েছে। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে।