ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করিয়া মোট ১৩ জন আসামী গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) আনোয়ার হোসেন সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী মোঃ রসূল নিয়া ওরফে আবু সাঈদ(৫৫) ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) সাদ্দাম হোসেন সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী মোঃ হাসান আহম্মেদ রমজান (৩০) ময়মনসিংহ কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) জাহিদুল ইসলাম সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী এমদাদুল হক (৩০), গোপাল (৪৫), মোঃ সোহেল মিয়া (৩৭) ও মোঃ দুলাল মিয়া (৩৫) ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন এবং তাহাদের নিকট হইতে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) খোরশেদ আলম সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ফাতেমা (২৮) ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) আব্দুল হক সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী মোঃ রায়হান মিয়া(১৭), মোঃ তাজুল ইসলাম জুয়েল (৪৪) ও হরি গোয়ালা গুটি (৩৬) ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) রফিকুল ইসলাম সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া বিশেষ ক্ষমতা মামলার আসামী মোঃ হাবিবুর রহমান(৪২) ও মোঃ জয়নাল আবেদিন(৫০) নেত্রকোনাদ্বয়কে গ্রেফতার করেন এবং তাহাদের নিকট হইতে ১২ বস্তা চিনি উদ্ধার করেন।
র্যাব-১৪, ময়মনসিংহ এর বাদী সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী আসাদুল হাকিম (২৮) ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ৫০ পিস টেপেন্ডা ট্যাবলেট উদ্ধার করেন।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।