ময়মনসিংহ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাতা মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর ৯২ তম জন্মদিন ৮ আগষ্ট যথাযথ মর্যাদার সাথে বাংলাদেশ যুব মহিলা লীগ ময়মনসিংহ জেলা শাখা বিভিন্ন কর্মসূচি পালন করে।
সকাল সাড়ে ৮টায় টাউন হল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিশাল কর্মসূচির উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ জেলা শাখার আহবায়ক অধ্যাপক বিলকিস খানম পাপড়ি ও যুগ্ন আহবায়ক স্বপ্না খন্দকার।
পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং সকল শহীদদের স্মরণে নিরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সবশেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর জন্মদিন উপলক্ষে টাউনহলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক বিলকিস খানৃ পাপড়ী। স্বপ্না খন্দকারের সঞ্চালনায় অনেকেই বক্তব্য রাখেন।
অপরদিকে বাংলাদেশ যুব মহিলা ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক অধ্যাপক বিলকিস খানম ও যুগ্ন আহবায়ক স্বপ্না খন্দকার সংগঠনের অন্তর্গত ১৩ টি উপজেলার সকল ইউনিটকে নিজ নিজ উপজেলা আওয়ামী লীগের সাথে আলোচনা সাপেক্ষে দিবসটি পালনের জন্য নির্দেশ দিয়েছেন।