স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার আওয়ামী লীগ ও তৃণমূলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার রাতে উপজেলার ১নং মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ বাজার ও গোবিন্দপুর বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সোমনাথ সাহা। গৌরীপুর ইউনিয়নের মতবিনিময় সভায় সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক ফকরুদ্দিন সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেনইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান পল্লব।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, গৌরীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক রুকনুজ্জামান পল্লব, অচিন্তপুর ইউনিয়নের সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সহনাটী ইউনিয়নের সভাপতি রুহিদাস আচার্য্য, মাওহা ইউনিয়নের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ কালন, রামগোপালপুর ইউনিয়নের মো. জহিরুল ইসলাম মাস্টার, ডৌহাখলা ইউনিয়নের সভাপতি মো. কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মো. শহীদুল হক সরকার, ভাংনামারী ইউনিয়নের সভাপতি সার্জেন্ট (অব.) মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকিত হাসনাত দুলন প্রমুখ। ১৪ সেপ্টেম্বর এ উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হবে।