স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) উদ্যোগে শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে ময়মনসিংহ জেলা ও মহানগরের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ সংক্রান্ত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং পূজা মন্ডপের আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভা হয়।
মসিক মেয়র ইকরামুল হক টিটুর সভাপতিত্বে সভায় বলেন, মহান মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিলো বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ চেতনার বাস্তবায়ন ঘটেছে। প্রত্যেক ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারছেন।
মেয়র আরো বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও উৎসবমূখর উদযাপনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন সবসময়ের মত এ বছরও পাশে থাকবে। পূজা শুরুর আগেই পূজা মন্ডপ এলাকার সড়ক ও ড্রেনের চলমান উন্নয়নকাজ সম্পন্ন করা হবে। যাতে দুর্গোৎসব উদযাপনে কোন সমস্যা সৃষ্টি না হয়। এছাড়া পূজার আগেই নিরাপত্তা বাতিগুলো চালু করা হবে।
মেয়র আরো আশ্বস্ত করে বলেন, পূজা মন্ডপের বর্জ্য ব্যবস্থাপনা, ব্লিচিং পাওডার সরবরাহ ইত্যাদি নিশ্চিত করা হবে। এছাড়া, প্রতি বছরের মত মন্ডপসমূহকে অর্থ সহায়তাও প্রদান করা হবে।
মতবিনিময় সভায় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ন সচিব) মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র মোঃ আসিফ আলী ডন, প্যানেল মেয়র সামীমা আক্তার সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, ভারপ্রাপ্ত সচিব অন্নপূর্ণা দেবনাথ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডঃ বিকাশ চন্দ্র রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডঃ রাখাল চন্দ্র সরকার, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এড. প্রশান্ত দাস চন্দন, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শংকর সাহা, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ সুজিত বর্মণ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।