স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ‘জীবন সংস্কৃতির সবুজ সাজাতে পথে পথে চাই বৃক্ষের সমারোহ’ এই শ্লোগান সামনে রেখে ১০০ কিলোমিটার বৃক্ষ রোপনের অঙ্গীকার নিয়ে ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রথম পর্যায় শুরু করে সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ।
এ লক্ষে সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনসটিটিউট ক্যাম্পাস সড়কে তাল বীজ ও তাল চারা রোপন করা হয় । এ সময় ইনসটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ জুলফিকার আলী , পরিচালক ড. অনুরাধা ভদ্র, উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান, তাল গাছ রোপনে জাতীয় পুরস্কার প্রাপ্ত ব্যাক্তিত্ব মোঃ রফিকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহের উপদেষ্টা ও প্রকৃতির সভাপতি মুহাম্মদ আনোয়ারুল হক রিপন, সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর বাসার ভাষাণী, সহ-সভাপতি আব্দুল হক শিকদার, যুগ্ম- সাধারণ সম্পাদক সাংবাদিক স্বাধীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ওয়াহাব মাহমুদ রমজান ,ময়মনসিংহ বিভাগীয় চারু শিল্পী পর্ষদের সভাপতি মোঃ রাজন, শাপলা থিয়েটারের সাধারণ সম্পাদক এমদাদুল হক, জেলা যুবলীগ নেতা মাহবুব আলম বাবলু প্রমুখ ।বৃক্ষ নিয়ে মনোমুগ্ধকর বাউল সংগীত পরিবেশন করেন বাউল জয়নাল আবেদিন ।