জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে বুধবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। নগরীর টাউনহল চত্ত্বরে এই সভা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট মোঃ জহিরুল হক খোকার সভাপতিত্বে যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুসের সঞ্চালনায় এই সভা হয়।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আসছে ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সহ এডভোকেট ফরিদ আহমেদ, মমতাজ উদ্দিন মন্তা, সভাপতি ফারুক আহমেদ খান, এডভোকেট সাদেক খান মিল্কি টজু, এডভোকেট বদর আহমেদ, এডভোকেট পিযূষ কান্তি সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহরিয়ার মোঃ রাহাত খান, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হারুন অর রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেওখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তাজুল ইসলাম বাবলু ও তারাকান্দা আওয়ামী লীগ নেতার লালু হাজীর প্রয়ানে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা বলেন, ছিন্নভিন্ন দেশের ব্যাংক টাকা নেই, লকারে স্বর্ণালংকার নেই, সামান্য কাগজিক নোট নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ পরিচালনা শুরু করেন। তেমনি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল এবং বাংলাদেশকে উন্নত দেশ গড়ে তুলছেন। বাংলাদেশ বিশ্ব আজ উন্নয়নের রোল মডেল। উন্নয়নকে থামিয়ে দিতে চক্রান্ত করছে বিএনপি জামাতচক্র।
আওয়ামীলীগ দেশের প্রাচীন দল। এই দল মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছে। যা বিশ্ব আর কোন নজির নেই। জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠানকে বিজয়ী সহ সকল নির্বাচনে দলীয় প্রাথীদের বিজয়ী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
পরে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেওখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম আলহাজ্ব তাজুল ইসলাম বাবলু ও তারাকান্দার আওয়ামী লীগ নেতা লালু হাজীর আত্মার মাগফেরাত কামনা এবং জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকত ওসমান লিটনের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রনাট্য পরিবেশন করা হয়।