স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অভ্যন্তরীণ তিনটি শাখায় নতুন কমিটি দেওয়া হয়েছে। এর মধ্যে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট শাখায় আংশিক কমিটি, বিজয় একাত্তর হলে ১৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার কমিটি দেওয়া হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) ঢাবি ছাত্রলীগের নোটপ্যাডে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত ও অনুমোদিত এই কমিটি প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট শাখায় সভাপতি হিসেবে মোঃ আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে মোঃ রাফিউল শাহ আকন্দ শুভকে মনোনীত করা হয়েছে। আরিফ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এবং রাফিউল শাহ আকন্দ ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের আই ই আর বিষয়ের শিক্ষার্থী। তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি মোঃ শাহ কামাল আকন্দ ও মাতা রোজিনা বেগমের একমাত্র ছেলে। মোঃ রাফিউল শাহ আকন্দ শুভ আইডিয়াল স্কুল ঢাকা থেকে এসএসসি এবং ঢাকা সিটি কলেজ থেকে কৃতিত্বের সাথে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর বিষয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তি হন।
তার পিতা শাহ কামাল আকন্দ ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি হিসেবে সাড়ে তিন বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সামাজিক বিজ্ঞান অনুষদের সভাপতি আশফাক ফেরদৌস ও সাধারণ সম্পাদক সামছুল আরেফিন সেজান।
এছাড়াও সামাজিক বিজ্ঞান অনুষদ শাখায় সভাপতি হিসেবে আশফাক ফেরদৌস ও সাধারণ সম্পাদক পদে সামছুল আরেফিন সেজানকে মনোনীত করা হয়েছে। আশফাক ফেরদৌস সমাজবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষ এবং সামছুল আরেফিন সেজান একই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অন্যদিকে, বিজয় একাত্তর হলে সজীবুর রহমান সজীবকে সভাপতি ও মুহাম্মদ আবু ইউনুসকে সাধারণ সম্পাদক করে গত ২ ফেব্রয়ারি আংশিক কমিটি প্রদান করা হয়। তবে সোমবার সহ-সভাপতি পদে ৪১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১জন, সাংগঠনিক সম্পাদক পদে ১১ জনসহ মোট ১৭১ জনের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়।