স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহের আয়োজনে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহবায়ক বরেণ্য বুদ্ধিজীবী স্বাধীনতা পদকপ্রাপ্ত লেখক অধ্যাপক গোলাম সামদানী কোরায়শী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহের দ্বিতীয় আহবায়ক অধ্যক্ষ আমীর আহাম্মদ চৌধুরী রতনের স্মরণ আলোচনা অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় এই সভা হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সংস্কৃতিজন জিয়া উদ্দিন আহমেদের সভাপতিত্বে স্মরণ আলোচনায় অংশ নেন প্রয়াত আহবায়কদ্বয়ের পরিবারের সদস্যবৃন্দ। কথা বলেন, গোলাম সামদানী কোরায়শীর বড় সন্তান কবি ও সংগঠক ইয়াজদানী কোরায়শী কাজল এবং প্রয়াত আহবায়ক আমীর আহাম্মদ চৌধুরী রতনের সহধর্মিণী ইভানা খানম।
স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহের সাধারণ সম্পাদক কবি ও সংগঠক মোস্তাফিজুর বাসার ভাষাণী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম-সাধারণ সম্পাদক স্বাধীন চৌধুরী।
অনুষ্ঠানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহের সহসভাপতি নারায়ণ দাস, সহসভাপতি আব্দুল হক শিকদার, সহসভাপতি আতাউর রহমান, সহসভাপতি এড. শিব্বির আহাম্মেদ লিটন, সহসভাপতি আজহার হাবলু, সাংগঠনিক সম্পাদক ওয়াহাব মাহমুদ রমজান, দপ্তর সম্পাদক বিশিষ্ট আবৃত্তিকার আমজাদ দোলন, শিক্ষাবিদ আমীর আহাম্মদ চৌধুরীর সন্তান চৌধুরী অনুপ আমীর এবং গোলাম সামদানী কোরায়শীর সন্তান আবৃত্তিকার সজল কোরায়শী।