স্টাফ রিপোর্টার। শেরপুর জেলা পরিষদ নির্বাচনে আবারো বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন হুমায়ূন কবির রুমান। তিনি মোটর সাইকেল প্রতূক নিয়ে ৫৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি এডভোকেট চন্দন কুমার পাল আনারস পেয়ছেন ১৮৭ ভোট।
প্রাপ্ত ভোটের মধ্যে সদর উপজেলায় আনারস প্রতীক ৫৩ ভোট, মোটরসাইকেল ১৪২ ভোট। নকলা উপজেলায় আনারস প্রতীক ২৯ ভোট, মোটরসাইকেল ১০৪ ভোট। নালিতাবাড়ী উপজেলায় আনারস প্রতীক ৫২ ভোট, মোটরসাইকেল ১১৮ ভোট। শ্রীবরদী উপজেলায় মোটরসাইকেল প্রতীক ১০৪ ভোট, আনারস ৪০ ভোট। ঝিনাইগাতী উপজেলায় আনারস প্রতীক ১৩ ভোট ও মোটরসাইকেল ৮১ ভোট পেয়েছেন। উল্লেখ্য হুমায়ুন কবির রুমান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আবু বকরের ছেলে।