স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মদিনে ফুলবাড়ীয়া’র দবরদস্তা গ্রামে চৌধুরী বাড়ী প্রাঙ্গণে “শেখ রাসেল স্মৃতি পাঠাগার”প্রতিষ্ঠা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শেখ রাসেলের জন্মদিন মঙ্গলবার ১৮ অক্টোবর বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম।
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক কথা সাহিত্যিক আউয়াল চৌধুরীর সভাপতিত্বে নিরাপদ সড়ক চাই ময়মনসিংহের সভাপতি আব্দুল কাদের চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু কাউসার মিলন, নারী উদ্যেক্তা রেবেকা চৌধুরী, আফরোজা চৌধুরী রত্না সহ প্রমুখ।