স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য, বৃহত্তর ময়মনসিংহ জেলা রেডক্রস ও জেলা কৃষকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোছলেম উদ্দিন বিএসসি এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার এক এপ্রিল বাদ আছর কান্দানিয়া খরিকাহাটা জামে মসজিদ প্রাঙ্গণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুম মোছলেম উদ্দিন বি.এসসি স্পোর্টিং ক্লাবের সহযোগীতায় মরহুম মোছলেম উদ্দিন বি.এসসি স্মৃতি সংসদের আয়োজনে এই স্মরণ সভা হয়।
ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ। এর নেতৃবৃন্দ মরহুম মোসলেম উদ্দিন বিএসসি এর কবর জিয়ারত ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।